Civil(সিভিল)-এর বাংলা অর্থ কি?
Civil (সিভিল) বাংলা অর্থ -পুরকৌশল। পুরো মিনিং- CIVIL=Construction Investigation Various Information Leveling যার বাংলাঃ নির্মাণ তদন্ত বিভিন্ন তথ্য সমতলকরণ! Picture : Students of Jhenaidah Polytechnic Institute আর পুরকৌশল হল, পেশাদার প্রকৌশল ব্যবস্থার একটি অন্যতম শাখা, যেখানে নকশা, নির্মান কৌশল, বাস্তবিক বা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়...... সিভিল একটি পদবি। এর বাংলা হল সভ্য। অর্থাৎ অতিত কালে এই ইঞ্জিনিয়ারিং বিষয়টি মানব জাতিকে জংগল থেকে নিয়ে এসে ঘড় বাড়িতে রাখা শুরু করে দিল,, অর্থাৎ মানুষকে সভ্য বানাল। ★ The "father of civil engineering- John Smeaton ★সিভিল ইঞ্জিনিয়ারিং কি ? সিভিল ইঞ্জিনিয়ার কি কি বিষয় নীয়ে কাজ করে ? সংজ্ঞা: ডিজাইন, কনস্ট্রাকশন এবং রক্ষণাবেক্ষন এর প্রকৌশলী বিজ্ঞান। প্রকৌশল জ্ঞান এর মা বলা হয়। সবচেয়ে পুরান, বড় এবং সকল প্রকৌশল জ্ঞানের সমন্বয়। এর ভাগগুলি নিচে দেয়া হলো: 1. মৃত্তিকা প্রকৌশল 2. স্ট্রাকচারাল প্রকৌশল 3. পরিবহন প্রকৌশল 4. পানি সম্পদ প্রকৌশল 5. পরিবেশ প্রকৌশল 6. ভুমিকম্প প্রকৌশল 7. নগর উন্নয়ন বা নকশা সিভিল ইঞ্জিনিয়ার