ভ্যালেন্টাইন ডে স্পেশালঃ"হারিয়ে যাওয়া প্রথম ভালবাসার মেয়ে।"
"হারিয়ে যাওয়া প্রথম ভালবাসার মেয়ে "
তুমি সন্ধ্যারও মেঘমালা নও
নও পূবের রবি হাসি,
তুমি গোধুলী লগনের তরুছায়া নও
নও প্রেম কাব্য রাশি রাশি।
তুমি শিশিরে ভেজা বুনো ফুল নও,
নও ময়ূরাক্ষীর জল
তুমি মেঘরাজ্যের রাজকন্যা নও,
নও আলতো রোদের ঝলমল।
তুমি বাঁশিরও রাগিনী নও,
নও জোছনা শোভিত রাত,
তুমি জলতুলির আঁচড় নও,
নও মনাকাশের শুভ্র চাঁদ।
তুমি স্বপ্ন মিছিল নও,
নও পদ্ম রাঙা ঝিলের ডালা,
তুমি ভিজে বাতাস নও,
নও যতনে বোনা ঐ শিউলি মালা।
তুমি মিষ্টি ভোরের দুষ্টু হাওয়া নও,
নও শ্রাবণ মেঘের দিন
তুমি শরতের মেঘাকাশ নও,
নও স্বপ্নলোকের ঋণ।
তুমি কিশোরের দূরন্তপনা নও,
নও কিশোরী বালিকার চোখের হাসি
তুমি রবি ঠাকুরের কাব্য সূধা নও,
তার চেয়েও যেন একটু বেশি।
তুমি বনলতা সেন নও,
নও বসন্তের মাতাল হাওয়া,
তুমি লিওনার্দোর রঙের আঁচড় নও,
নও ঝর্ণা-তটিনীর বয়ে যাওয়া।
তুমি অন্ধকারের গান নও,
নও কৃষ্ণচূড়ার রঙ
তুমি গোলাপের সাদা পাপড়ি নও,
নও পদ্ম পাতার ঢং।
( তুমি বললে- আমার উপমা দেয়ার মতো কিছুই কী নেই তোমার কবি মনে?
আমি বললাম- সম্ভব না। যে সৌন্দর্য রঙ বদলায় প্রতি ক্ষণে।)
স্নিগ্ধ মেয়ে, মুগ্ধ ভুবন আজ তোমার পানে চেয়ে,
তুমিই আমার "হারিয়ে যাওয়া প্রথম ভালবাসার মেয়ে"।
- Writer: Engr Mamun
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন