সাথী হারা

                  "সাথী হারা"

সাথী আমার হারিয়ে গেছে

রাতের অন্ধকারে,

কত যায়গায় খোজ করিলাম

পেলাম নাকো তারে।



সাথী ছিল পূর্ণিমার চাঁদ

অধার রাতের আলো,

সে বিহনে একলা ঘরে

লাগেনা মোর ভালো।


আমি রয়েছি তোমার আশায়

কত দিবা-রাত কেটে যায়

যেখানে থাকোনা কেন?  যতই দূরে

তুমি রয়েছ মোর হ্রদয় জুরে।


কবে তুমি আসবে ফিরে

উড়ন্ত পাখির মত ডানা মেলে,

আমি রয়েছি সেই আসাতে

মনের দরজাটা খুলে।



  • Writer: Engr Mamun




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

"রহস্যে ঘেরা"পর্ব-০৪