মুখের বুলি একবার ছুটলে আর ফেরত আসে নাহ।


বউ: জানু একটা গান শুনাও....

স্বামী: ওকে জান
তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, তোমার থেকে শালিরে
আমার লাগে অনেক ভালা।

বউ: তোমারে আমি মারতে পারি, খুরতে পারি কবর, তুমি মরলে চিন্তা নাই আছে মোর দেবর।


স্বামী: কি কইলা

বউ: এহন জ্বলে কেরে।

মোরাল:-মুখের বুলি একবার ছুটলে আর ফেরত আসে নাহ।

সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নিরব থাকতে হয়।সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে থাকতে হয়।সবসময়  সব  সম্পর্ক আঁকড়ে ধরতে নেই,  সম্পর্ক বাঁচাতে কখনো কখনো  দূরে থাকতে হয়।


  • Writer: Engr Mamun

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

"রহস্যে ঘেরা"পর্ব-০৪

"রহস্যে ঘেরা " পর্ব-৫