প্লেন টেবিল সার্বে কি?এর সুবিধা অসুবিধা কি কি?

 আজ আমরা যেনে নিবো Plane Table Surveying এর সুবিধা ও অসুবিধাসমূহ কি কি?


নিচে প্লেন টেবিলের সুবিধাগুলো দেওয়া হলোঃ



১। যেহেতু প্লেন টেবিল জরিপের নকশা সরজমিনেই করা হয়, তাই এতে কোন তথ্য বাদ পড়ার সম্ভাবনা থাকে না।

২। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে।

৩। যেহেতু জরিপ তব্য এলাকা জরিপকরের দৃষ্টির সামনেই থাকে,তাই সহজেই বস্তুর সঠিক অবস্থান (নিয়মিত বা অনিয়মিত) নকশায় সন্নিবেশ করা যায়।

৪। এতে সরাসরি পরিমাপ গ্রহণের দরকার পড়ে না।

৫। এতে জরিপ লিপি লেখার দরকার পড়ে না,তাই ভ্রান্তির পরিমাণ হ্রাস পায়।

৬। চুম্বক আকর্ষিত এলাকার জন্য এটা বেশ উপযোগী।

৭। থিওডোলাইট  ও অন্যান্য জরিপ অপেক্ষা এটা বেশ সহজ সরল।

৮। এতে খরচের পরিমাণও কম।

৯। ছোট স্কেলের নকশার জন্য এটা বিশেষ উপযোগী।

১০। এটার নকশা প্রণয়নে দাপ্তরিক কাজের দরকার পড়ে না,তাই সময় ও কম লাগে।

১১। এ জরিপের জন্য অত্যাধিক জরিপকরের দরকার পড়ে না।

১২। এ জরিপে ব্যবহৃত যন্ত্রপাতির জটিলতা কম এবং সমন্নয়েও অধিক সময় দরকার হয় না।

১৩। সরাসরি পরিমাপ গ্রহণ করতে হয় না,বিধায় বন্ধুর ও পার্বত্য এলাকায় সহজে এ জরিপ করা যায়।

    


নিচে প্লেন টেবিলের অসুবিধাগুলো দেওয়া হলোঃ



১। বৃষ্টিপাত ও আদ্র আবহাওয়ায় জরিপ কাজ করা যায় না।

২। যেহেতু পরিমাপের কোন জরিপ বই থাকে না,ফলে পুনঃ নকশা প্রণয়ন, নকশার সংকোচন বা পরিবর্ধন করা কষ্টসাধ্য।

৩। এ জরিপে নিখুঁত ফলাফল পাওয়া যায় না।

৪। প্রতিবন্ধকতা পূর্ণ এলাকায় জরিপ করা কষ্টকর।

৫। এ জরিপের সব কাজ মাঠে সমাধা করতে হয় বিধায় রোদে কষ্টকর অবস্থায় পড়তে হয় এবং চোখ ঝলসে যায়,ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

৬। এতে যন্ত্রপাতি স্থানান্তর ও বহনে ঝামেলায় পড়তে হয়।

৭। অনেকগুলো ছোটখাট যন্ত্রপাতি ব্যবহার করতে হয় বিধায় এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৮।  সীমিত আকারের ড্রয়িংসীট ব্যবহার করে জরিপ করা হয় বিধায় নতুন সীট সংযোগ করা ঝামেলা পূর্ণ।



Writer: Engr Al-Mamun Howlader


.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

সিভিল ইংঞ্জিনিয়ারিং ভাইবার জন্য খুবই প্রয়োজনীয় কিছু প্রশ্নউত্তর।

"রহস্যে ঘেরা " পর্ব-৫