বাণী চিরন্তন: আপনার জীবন বদলে দেবে কিছু বাণী।


"জীবন বদলানো বাণী"


★সময়ের সাথে তাল মিলিয়ে মানে কারো সংগে আপোষে চলে যাওয়া।
সময়ের সাথে তাল মিলিয়ে সবাই চলতে পারে না।

★কত বার বলেছি তুমি আর এসো না
কেন এসো, আমার প্রয়োজনে। আবার চলে যেতেও পারি যখন তোমার দরকার হবে।

★মানুষ কাজের মাধ্যমে হাজার বছর বেচেঁ থাকব

★জীবনটাকে কচুরী পানার মত ভাসিয়ে না দিয়ে মূল্য দিতে হবে কারণ জনম একটিই।

★আকাশে উড়া সহজ কিন্তু নামা কঠিণ।

★চেয়ারে মানুষ তৈরী করে এটা নতুন কথা নয়।

★সিন্নি দেখলে আজ অনেকে আর এগিয়ে আসে না কারণ মানুষ অনেক সচেতন।

★এই সুন্দর দিন গুলো একদিন নিজের কাছেই অসুন্দর হয়ে যাবে।

★প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে।

★ভাল খারাপ হওয়া সহজ কিন্ত খারাপ ভাল হওয়া কঠিণ।

★কথায় বলে ঢুলি ঢুল না থাকিলে পেটেও তবলা বাজায়।



★জীবন যুদ্ধে সবাই জয়ী হতে পারে না।

★যুক্তিতে আর না ঠকিয়ে বাস্তবতার নিড়িখে কাজ করি।

★দিন শেষে সবাই হিসাবের খাতা মিলাতে পারে না।

★নীতি নৈতিকতা যখন হারিয়ে যায় তখন অনেক কিছু করা সম্ভব।

★শাসন করে যে জিনিস আদায় করা যায় না সোহায় করে তা হাত বাড়ালেই পাওয়া যায়।

★মানুষের বেশী প্রয়োজনীয় জিনিস সস্তা।

★আমি যখন তার সঙ্গে পারলামই না তা র লাউ গাছটি ছিড়ে দিয়েছি । কাজটি কেমন হলো সবাই এর মর্মার্থ বুঝি।

★জীবনের সকল ভুল একত্রিত না করে একটি ভুলের সঠিক সমাধান খুজি বাকী গুলো
এমনিতেই শুদ্ধ হয়ে যাবে।

★কোন একটি কাজ দীর্ঘ সময় পর্যন্ত না করতে পারলে সফলতা পাওয়া যায় না।

★মানুষ সব সময় সমান তালে চলতে পারে না।
বিশ্বাস না করতে পারলে বন্ধুত্ব তৈরী হয় না আবার অধিক বিশ্বাসে অবিশ্বাসের কারণও হতে পারে।

★টাকায় মানুষকে যেমন সুখ দেয় আবার সুখ কেড়েও নেয়।

★একটু অসাবধানতা জীবনটা বিপন্ন হয়ে যেতে পারে।

★বেদনার সেই দিন গুলো ভুলা যায় না অতি সহজে।

★সম্মিলিত চেষ্টা ছাড়া কাজের সফলতা পাওয়া কঠিণ।

★চারে চারে আট হয়, আবার একে সাতেও আট হয়। পার্থক্য বলি।

★অধিক তেলে পেট হয় নষ্ট আবার অল্প তেলে পাতিল হয় কাষ্ট।

★দুনিয়া সৃষ্টির পর কত মানুষ এসেছে কই কতজনকে আমরা মনে রাখতে পারছি।

★কাজের মাধ্যমে মানুষ হাজার বছর বেচেঁ থাকে।

★অন্যের প্রভাব যখন আপনার উপর পড়ছে তখন বুঝতে হবে সে, সেই কাজটি সঠিক ভাবে করছে, হোক ভাল বা মন্দ।

★প্রযুক্তির যুগে এসে যুক্তি আজ অচল।


★ব্যতিক্রমি সব কাজ করতে পারলে আপনি অতিক্রম করতে পারবেন অন্যের রেকর্ড।

★আমাকে দোষ দিয়ে কোন লাভ নেই আপনি ভাবুন কি অপরাধ ছিল মোর।

★ব্যতিক্রমি সব কাজ করতে পারলে আপনি অতিক্রম করতে পারবেন অন্যের রেকর্ড।

★অধিক পাওয়ার মাঝে সুখ নাই, তবে সুখ রয়েছে আত্মতৃপ্তিতে।

★অপরাধী অপরাধ জেনেই অপরাধ করে, অন্যে দেখার পর নিজেকে নিরপরাদ দাবী করে।

★যে কাউকে একটি আংগুল দেখিয়ে দিল সে কি জানে না যে নিজের প্রতি যে তিনটি আংগুল তুলে ধরিল।


  • Writer: Engr Mamun





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

"রহস্যে ঘেরা"পর্ব-০৪

"রহস্যে ঘেরা " পর্ব-৫