একজন বেকার

 একজন বেকার মনে হয় পৃথিবীর সবচেয়ে অবহেলার প্রাণী। 



প্রাণী বললাম কেন?আমার মনে হয় প্রাণী বলাও ঠিক না। কারণ আমরা তো প্রাণীদেরকেও ভালো ভাবে দেখাশোনা করি।

কিন্তু বেকারকে!!!ওদের দেখলেই মনে হয় ওদের এতো দেখার কি আছে?

খুব যৎ সামান্য কয়েকজন কে অবহেলার যথেষ্ট কারণ থাকতে পারে।কিন্তু আমার মনে হয় অধিকাংশ বেকার খুব খুব চেষ্টা করে বেকার থেকে আকার হতে।

কিন্তু আমরা তো প্রস্তুত হয়ে আছি বেকারদের অপমানের জন্য।

ও এভাবে হাঁটে কেন?কি দামী দামী পোশাক পড়ে রে ভাই 😮আমার ছেলে তো জব করে সেও তো এতো দামী পোশাক পড়ে না।

কি স্টাইল দেখায় আবার?ঘুমায় আবার নবাবের মতো দশটা পর্যন্ত 😡খাইতে গেলে গোশত, মাছ ছাড়া খায় না😡ও এটা পারবে না, ওটা পারবে না।ওর দ্বারা কিচ্ছু হবে না.....

মোট কথা আমরা যেন নিয়ম করে ফেলছি ওই বেকার জাতিকে শুধু অপমান আর লাঞ্চনা করতে।এইভাবে ওদের অপমান,নিরুৎসাহিত করে সারাজীবন বেকার রাখতে। 

কেন রে ভাই? আপনি কি ভূলে যান আপনি কোনদিন বেকার ছিলেন না??

কিছু ব্যক্তিকে কখনো যদি জিজ্ঞেস করা হয় আপনার ছেলেরা কি করে?তখন খুব তড়িঘড়ি করে বলে এক ছেলে এখানে জব করে,আর এক ছেলে ওখানে জব করে,অনেক টাকা বেতন পায়...

কিন্তু উনি যেন ভূলেই যায় উনার আর একজন ছেলে আছে😢😰বেকার বলে পরিচয় দিতে লজ্জা পান।

আবার কিছু জাতের প্রাণী আছেন যারা মেয়ে বিয়ে দিতে গেলেই বলেন সরকারি চাকুরীজীবি ছাড়া মেয়ে বিয়ে দিবো না!!

আচ্ছা সরকারি চাকুরী কি সবাই করবে?আর বাকি কাজ কারা করবে??


বাবা/অবিভাবকদের উদ্দেশ্যে বলি

দেখেন আপনার আশা বা চাওয়াকে আমি স্যালুট জানাই।কিন্তু সরকারি চাকুরী পেতেই হবে বা তাড়াতাড়ি চাকরি পেতেই হবে এমন করবেন না দয়া করে।এতে করে অনেক সময় অনেকেই ভেঙ্গে পড়ে।

যতটা সম্ভব ছেলে-মেয়েদের সাপোর্ট, উৎসাহ,অনুপ্রেরণা দিন।ছেলে-মেয়েরাও তো বুঝে আমি আর কতোদিন বেকার থাকবো। আমাকে তো কিছু করতেই হবে।


বেকার ভাইবোনদের উদ্দেশ্যে বলি

ভাই আমরা সকলেই মনে করি না কেন এটাই শেষ চেষ্টা!!!জব পেয়ে গেলে আর কোনদিন বই হাতে নিবো না।আর একটা জিনিস সবাই মনে করি এমন ভাবে চেষ্টা করবো যেন কোন আফসোস করা লাগে না।যে আর একটু চেষ্টা করলে হয়ে যেতো😢😰

মা-বাবার চাওয়াকে সম্মান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা দরকার।একবার মনে করেন না,বাবা-মা কি করছে না আপনার আমার জন্য??!!এই স্বার্থপর পৃথিবীতে উনারা শুধুই চান যেন আমরা ভালো থাকি।❤❤

সবার অপমান গুলো জেদ হিসেবে নেই।আর মনে করি  একদিন আমারও সময় আসবে,ঠিকই সেদিন সব ফিরিয়ে দিবো।

দেখুন সবাই সরকারি চাকুরী করবে/পাবে এমনটা আশা করা বোকামি। ভাগ্যের ব্যাপার অবশ্যই আছে।

সরকারি চাকুরী না করে অন্য কিছু করতে পারি।পৃথিবীতে অনেক অপশন আছে নিজেকে প্রতিষ্ঠিত হবার।মনে রাখবেন ভাগ্য পরিশ্রমীদের পক্ষে। 


সকল বেকার ভাইদের জন্য শুভকামনা ও দোয়া সবসময়। আল্লাহ সবার উত্তম রিযিকের ব্যবস্থা করুন।

Collected 

Writer: Engr Al-Mamun Howlader

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

"রহস্যে ঘেরা"পর্ব-০৪

"রহস্যে ঘেরা " পর্ব-৫