সড়কে ক্যাম্বার কি?
★ক্যাম্বার_আড়াআড়ি_ঢাল
★Camber_Cross_Slop
★সমস্যাঃ- মামুন সাহেব একজন জুনিয়র সাইট ইঞ্জিনিয়ার, উনার ঠিকাদারের একটি সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কের প্রস্থ হবে 5.5 মিটার। ডিজাইনে ক্যাম্বার বলা আছে 3% হারে। কাজ যখন বেইজ কোর্সের লেয়ারে এসে পৌছেছে, ঠিক তখন সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত "উপ সহকারী প্রকৌশলী" মামুন সাহেবকে প্রশ্ন করে বসলেন, "মামুন সাহেব এখানে 3% হারে ক্যাম্বার হলে ক্রাউনের উচ্চতা কত হবে" ????
★সমাধানঃ- মামুন সাহেব জলদি করে ক্যালকুলেটর নিয়ে হিসেব শুরু করে দিলেন এই ভাবেঃ-
3% ক্যাম্বার
= (5.5÷100)×3 = 0.165m = 16.5cm
এবং জলদি উত্তর দিলেন যে, 3% হারে ক্যাম্বার হলে 5.5m চওড়া সড়কে ক্রাউনের উচ্চতা হবে 16.5cm
★সমস্যা বিশ্লেষণঃ-
প্রথমেই যে বিষয়টি আমাদের জানতে হবে, সেটা হলো ক্যাম্বার ও ক্রাউনের সংজ্ঞা। তাহলে আমরা বুঝতে পারবো মামুন সাহেবের উত্তর ঠিক আছে কিনা।
ক্যাম্বারঃ- সড়ক নির্মাণকালে সড়কের পৃষ্ঠের বৈশিষ্ট্য ও সড়ক এলাকার বৃষ্টিপাতের পরিমাণের উপর ভিত্তি করে, সড়ক পৃষ্ঠের পানি দ্রুত নিষ্কাশনের জন্য সড়কের পেভমেন্টের কেন্দ্রীয় রেখা হতে কিনারার দিকে ক্রমান্বয়ে নিচু করে সড়কপৃষ্ঠ তৈরি করা হয়। সড়ক পৃষ্ঠের এই আড়াআড়ি ঢালকে ক্যাম্বার বা আড়ঢাল বা Cross Slope বলা হয়।
★ক্রাউনঃ- সড়কের ক্যাম্বারের সর্বাধিক উঁচু বিন্দুকে ক্রাউন বলা হয়। ক্রাউন এর উচ্চতাই মূলত ক্যাম্বার এর মোট উচ্চতা যাহা সড়কের চওড়া বরাবর মধ্যেবিন্দুতে অবস্থান করে। সড়কের কর্ণার হতে সড়কের মাঝ বরাবর কেন্দ্রীয় রেখাতে যে উল্লম্ব পার্থক্য থাকে সেটাই ক্যাম্বারের পরিমাণ।
ক্যাম্বার বিভিন্ন প্রকারের হতে পারে। তবে সচরাচর ঢালু ক্যাম্বার বেশি ব্যবহার হয়।
মামুন সাহেবের উত্তর এবং ক্যাম্বার ও ক্রাউনের উচ্চতা এর সংজ্ঞা বিশ্লেষণ করে দেখা গেল যে, মামুন সাহেব ক্যাম্বারের পরিমান 3% হারে হিসাব করেছেন, হিসাবটি ঠিক আছে। তবে একটু ভুল করেছেন। উনি পুরো সড়কের প্রস্থের সাথে ক্যাম্বারের হিসাবটি করেছেন। কিন্তু ক্যাম্বার এর হিসাব হবে সড়কের প্রস্থের অর্ধেক দুরত্বের উপর। তবেই হিসাবটি গ্রহনযোগ্য হতো।
তাহলে 3% হারে 5.5m চওড়া সড়কের ক্যাম্বার কত দিতে হবে অথবা ক্রাউন এর উচ্চতা কত হবে ????
উত্তরঃ-
= {(5.5÷2)÷100}×3
= 0.0825m
= 8.25cm
= 3.24 Inches
তাহলে আপনাদের আশেপাশে যদি কোন সড়ক 18 ফুট চওড়া হয়ে থাকে, আর যদি তার ক্যাম্বার 3 ইঞ্চি পেয়ে থাকেন 3% ঢাল হিসাবে। তবে বুঝে নিবেন কাজটিতে যথেষ্ট নজরদারী ছিল, এবং অভিজ্ঞতা সম্পূর্ণ জনবল কাজ করেছেন সেখানে।
সবাই ভাল থাকুন, ধন্যবাদ।
Writer: Engr Mamun
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন