ডিজাইন কোড কি?
ডিজইন কোড কি?
★ ডিজাইন কোডঃ কংক্রিট কাঠামো নির্মাণে নিরাপদ অনুবিধিসমূহ বিবেচনা করে বিভিন্ন সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান, প্রফেশনাল গ্রুপ নীতিমালা আকারে যে বিধিসমূহ প্রকাশ করে যাতে
উপাদানের গুণাগুণ, কাঠামো বিশ্লেষণ ইত্যাদি বিষয় বিবৃত থাকে তাকে ডিজাইন কোড বলে।
উদ্দেশ্যঃ জন সাধারণকে বিপদ থেকে রক্ষা করা এবং কাঠামোর নিরাপত্তা জনিত ভুল-ভ্রান্তি দুর করার জন্য এতে সর্বনিম্ন প্রয়োজনীয়তা বিনির্দেশত থাকে।
বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কোড হল American Concrete Institute। A.C.I এর কোডের নাম Building code requirement for structural concrete.
Code সর্বদা এর দিক-নির্দেশ হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অধিকাংশ দেশে ACI বর্তমানে বব্যহৃত হচ্ছে।
★পূর্ণ নামঃ
A.C.I = American Concrete Institute
AASHO = American Association of State Highway Official
AREA = American Railway Engineering Association
BNBC = Bangladesh National Building Code
ASTM = American Society for Testing Materials
BSI = Bangladesh Standard Institute
BS = British Standard
AASHTO = American Association of State Highway and Transportation officials
BSTI = Bangladesh Standard Testing Institute
ISI = Indian Standard Testing Institute
W.S.D = Working Stress Design
U.S.D = Ultimate Strength Design
- Writer: Engr Mamun
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন