দুনিয়ার নিরেটতম বাক্য হল চালিয়ে যান
সিংহের চারভাগের তিন ভাগ প্রচেষ্টা বিফলে যায়৷
তথা 75% চেষ্টাই ব্যর্থ হয়, মাত্র 25% এ শিকার করতে পারে৷
এত কম সফলতা সত্ত্বেও সিংহের জন্য নিরাশ হওয়াটা রীতিমত অসম্ভব৷ মূলত ক্ষুধা নয়, ক্রমাগত প্রচেষ্টাই তার সফলতা।
মাছের অর্ধেক ডিম মাছ গিলে ফেলে, কুকুরে অর্ধেক বাচ্চা পূর্ণ বয়সে উপনীত হয় না৷
অধিকাংশ বৃষ্টি, প্রান্ত সীমায় ঝড়ে পড়ে। গাছের বীজের বড় একটি অংশ পাখির খোরাক হয়৷
শুধু মাত্র মানুষজাতিই এই স্বভাবজাত নিয়ম মানে না৷ মনে করে কিছু চেষ্টায় বিফল হলে সে ব্যর্থ৷
কিন্তু বাস্তবতা হল, ব্যর্থতা হচ্ছে চেষ্টা থেকে বিরত থাকা৷ সফলতা এটা না যে, আপনার অতীত কালিমা মুক্ত৷
সফলতা হল, আপনার ভুল সত্ত্বেও ক্রমাগত এগিয়ে যাওয়া৷ ব্যর্থতা সত্ত্বেও দাড়িয়ে না থাকা ৷ গন্তব্যে নিরন্তর ছুটে চলা৷
দুনিয়ার নিরেটতম বাক্য হল, "চালিয়ে যান"
Writer: Engr Mamun
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন