সময়ের রহস্য।




"সময়ের রহস্য"

রাত১টা

কেউ হাসে মদের বাটিতে

কেউ স্বপ্ন দেখে কলমের কালিতে,

কেউ খুনসুটি ভাগ করে প্রিয়তমার সাথে

কেউ ভাবতে থাকে জিহাদের ঘাটিতে,

কেউ কাঁদে রবের বানীতে

সময় কিন্তুু একটা সেটা হলো ১টা কেন এতো ভিন্নতা এ সময়ে।

আসলে সময় রহস্যময় কেন জানেন

রব সময়ে আওতায় নয়

সময় রবের আওতায়।

তাই ভরসা করুন
রব এর প্রতি।


  • Writer: Engr Mamun

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

"রহস্যে ঘেরা"পর্ব-০৪

"রহস্যে ঘেরা " পর্ব-৫