প্রেমের প্রোপজ করার কবিতাঃ "ভালোবাসি তোমাকে "

 "ভালোবাসি  তোমাকে"



ভালোবাসা ভালো নয়

এই কথাটি সত্যি নয়,

ভালোবেসে জয় করা যায়

মানুষের...... হৃদয়।


তাইতো আমি ভালোবাসি তোমাকে।।


আকাশ যেমন ভালোবাসে চন্দ্র,তারাকে,

পাহার তেমন ভালোবাসে ঝর্ণাধারা কে।

আমিও তেমনি ভালোবাসি,

আমার........প্রিয়াকে।


তাইতো আমি ভালোবাসি তোমাকে।।


পুকুর যেমন ভালোবাসে পদ্ম পাতাকে,

কাজল তেমন ভালোবাসে চোখের পাতাকে।

আমিও তেমনি ভালোবাসি,

আমার........প্রিয়াকে।


তাইতো আমি ভালোবাসি তোমাকে।।




Writer: Engr Al-Mamun Howlader


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

"রহস্যে ঘেরা"পর্ব-০৪

"রহস্যে ঘেরা " পর্ব-৫