ইংঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কার কি নির্মাণ কাজ জেনে নেই।
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কার কি নির্মাণ কাজ একটু দেখা যাক
(রুলস অফ বিজনেস'১৯৯৬ অনুসারে)
PWD: সরকারি অফিস, আবাসন, সরকারি উদ্যান নির্মান ও রক্ষনাবেক্ষন (টিএন্ডটি, ডাক, সড়ক, শিক্ষা মন্ত্রনালয় ব্যতীত প্রায় ৩০-৩৫টা মন্ত্রনালয়)
RHD: জাতীয় মহাসড়ক, জেলা সড়ক তৈরি। উক্ত রাস্তায় ব্রিজ, কালভার্ট সহ
LGED: উপজেলা, ইউনিয়ন সড়ক তৈরি। স্থানীয় সরকার বিভাগের ব্রিজ, কালভার্ট; প্রাইমারি স্কুল নির্মান; আশ্রয়কেন্দ্র নির্মান
EED: হাইস্কুল, কলেজ, মাদ্রাসা নির্মান; নতুন বিশ্ববিদ্যালয় নির্মান
DPHE: গভীর নলকূপ, পানির ট্যাংক, স্কুলে ওয়াশব্লক নির্মান
HED: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান, ১০০ বেডের নিচে হাসপাতাল নির্মান
BADC: কৃষি মন্ত্রনালয়ের গোডাউন, বিল্ডিং নির্মান, পাম্প, সেচ ব্যবস্থাপনা ইত্যাদি
BWDB: বাধ নির্মান, নদী রক্ষা ব্লক স্থাপন, সেচ ব্যবস্থাপনা, স্লুইচ গেট নির্মান, ব্যারেজ নির্মান, ড্রেজিং
BPDB :বিদ্যুৎ লাইন, পাওয়ার হাউস, বিদ্যুত সঞ্চালন বিতরন
BMDA: বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থাপনা, গভীর নলকূপ স্থাপন
NHA: প্লট, সরকারি আবাসন নির্মান
BIWTA: নদীবন্দর নির্মান, ফেরিঘাট তৈরি
Railway: রেল লাইন, স্টেশন নির্মান
RAJUK/RDA/CDA/KDA: উন্নয়ন কতৃপক্ষের আওতাধীন ভবনের অনুমোদন, মার্কেট নির্মান
BBA: দেড় কিমির অধিক সেতু নির্মান
WASA: পানি সরবরাহ, বিতরন, ড্রেনেজ ব্যবস্থাপনা
সিটি কর্পো:/পৌরসভা: অত্র এরিয়ায় ভবন অনুমোদন, মার্কেট নির্মান, সড়ক নির্মান, ড্রেনেজ ব্যবস্থাপনা।
গ্যারিসন ইঞ্জি: সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এরিয়াতে সকল উন্নয়নমূলক কাজ
PIO: ৫০ মিটারের কম ছোট ব্রিজ কালভার্ট নির্মান করে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন