বাণী চিরন্তন(১)


বাণী চিরন্তন(১):-


★আল্লাহ মানুষকে সুন্দরকে কথা বলা শিক্ষা দিয়েছে দেখুন সুরা রহমান।
বেচেঁ থাকার জন্য মানুষ যুদ্ধ করে।

★শয়তান বলা হয় জ্বিনদের দূষ্টের।

★শয়তানের কাজ হলো মানুষকে ধোকা দেয়া।

★আজব দুনিয়ার বাহাদুরী চোখ বুজে গেলেই শেষ।

★যে কাউকে সময় দিল সে জীবনে তার প্রতি উৎকৃষ্ট কাজটি আদায় করে নিল।



★রঙ্গিন রঙ্গিন দুনিয়াতে আজকে আছি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। ছন্দটা মিলেছে বেশ, আসলে দুনিয়া ঠিক এমন নয়। দুনিয়ার সকল কাজের হিসাব দিতে হবে তা জানি এর পরও মন কেন যেন উল্টো পথে চলতে চায়।


★মনটাকে কাজ দিতে হবে।


★অলস মাথা শয়তানের আড্ডা ।


Writer: Engr Mamun

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

"রহস্যে ঘেরা"পর্ব-০৪

"রহস্যে ঘেরা " পর্ব-৫