বৃষ্টি দিনের কথা।

"বৃষ্টি দিনের কথা"


★সুন্দর দিন সুন্দর সকাল সুন্দর হোক মানুষের জীবন, সুন্দর আমি, সুন্দর তুমি, সুন্দর হোক মানুষের মন।

★প্রকৃতির মাঝে হাত দেবার অধিকার মানুষের নেই।

★আজকের এই বৃষ্টিতে যেন প্রকৃতি নাচতে শুরু করেছে।

★আশ্বিনের কাল মেঘ জমেছে বেশ সারা দিনের বৃষ্টি বেলা হল যে শেষ।

★আশ্বিনের বৃষ্টির ফলে বোর ফসলের জন্য সুখবর নিয়ে আসে।

★আশ্বিনের বৃষ্টি কৃষকের জন্য আর্শিবাদ নিয়ে আসে।

★বৃষ্টিতে ভেজা সকাল আর কি আসিবে।



★খোলে দিলাম জানালা মোর আসিতে বাহিরের হাওয়া
কে জানিতে হাওয়ার সংগে দুর্গন্ধ আসিবে
নাক ছিটকে যাবার অবস্থা।

★ভাদ্রে বাদল যেমন হয় আবার ভাদ্রের রোদে ত্বকের হয় ক্ষয়।


Writer: Engr Mamun 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শৈশবের স্মৃতি বিজড়িত আলগী নদী!

সিভিল ইংঞ্জিনিয়ারিং ভাইবার জন্য খুবই প্রয়োজনীয় কিছু প্রশ্নউত্তর।

"রহস্যে ঘেরা " পর্ব-৫