ভূমিকম্প জোন বাংলাদেশর কোথায়
ভূমিকম্প জোন বাংলাদেশর কোথায়
Seismic Zone of Bangladesh :
BNBC ( Bangladesh National Building Code) অনুসারে বাংলাদেশ চারটি ভূমিকম্প প্রধান এলাকায় বিভক্ত।
Zone-1: জোন -১ তীব্র ভূমিকম্প প্রবন এলাকা। জোন-১ এ আছে সিলেট বিভাগ, ঢাকা বিভাগের কিছু অংশ ও রাজশাহী।
Zone-2: জোন-২ মাঝারি ভূমিকম্প প্রবণ এলাকা। জোন -২ এ আছে চট্টগ্রাম বিভাগ, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অংশ।
Zone-3: জোন-৩ হালকা ভূমিকম্প প্রবণ এলাকা। জোন-৩ এ আছে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশ।
Zone-4: জোন-৪ মৃদু ভূমিকম্প প্রবণ এলাকা। জোন-৪ এ আছে খুলনা, বাগেরহাট, সুন্দরবন অঞ্চল এবং বরিশাল বিভাগ
- Writer: Engr Mamun
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন